ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল দৃশ্য

এখন পর্যন্ত ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি ধরা হয় এস এস রাজামৌলির বাহুবলী ২ কে। ২০০ কোটি রুপি খরচে তৈরি  দক্ষিণী ভারতের এই ছবিটি এখন মুক্তির অপেক্ষায়।

তবে, সেইসব খবরকে পেছনে ফেলে নতুন আলোচনায় এখন সবখানে আলোচনায়, দক্ষিণ ভারতের আরেকটি ছবিতে মাত্র একটি দৃশ্যের জন্যই নাকি ব্যয় করা হয়েছে আনুমানিক তিন কোটি রুপি।যদিও এখনো সিনেমার নামটি ঠিক হয়নি।এই ছবির পরিচালক গজনী-খ্যাত নির্মাতা এ আর মুরুগাদোস।

সেই ব্যয়বহুল দৃশ্যটি অ্যাকশনধর্মী হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ছবির কলাকুশলীরা এখন ভিয়েতনামে ছবির শুটিং করছেন। এর আগে অন্য কোনো ভারতীয় ছবির মাত্র একটি দৃশ্যের জন্য এত টাকা ব্যয় করা হয়েছে বলে তথ্য পাওয়া যায়নি।

ব্যয়বহুল সেই দৃশ্যটিতে দক্ষিণী তারকা মহেশ বাবুকে দেখা যাবে। তাঁর সঙ্গে এই দৃশ্যে কাজ করবেন বেশ কয়েকজন স্টান্টম্যান।সিনেমাটির ৮০ শতাংশ শুটিং শেষ হয়ে গেছে। ভিয়েতনামে আরও দুই সপ্তাহ শুটিং হওয়ার কথা রয়েছে। ছবিতে এর বাইরে অভিনয় করেছেন রাহুল প্রীত সিং ও এস জে সুরিয়া।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


16 − 12 =