আবার বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান

সাকিব আল হাসান

আবার র‌্যাংকিং এর শীর্ষে উঠে  এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাত্র একটি টেস্ট আর এক সপ্তাহের ব্যবধানে তার হারানো শীর্ষ স্থান ফিরে পেলেন সাকিব। অবশ্য এজন্য সাকিবকে কোন কিছুই করতে হয়নি। যা করার রবীন্দ্র জাদেজা করেছেন। নেমে গেছেন দুইয়ে।

কিছু করতে হয়নি জাদেজাকেও। নিষেধাজ্ঞার খাড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টে খেলতে পারেননি জাদেজা। তার অবনমন নিশ্চিত হয়ে যায় নিষেধাজ্ঞা পাওয়ার পরই। টেস্ট শেষে মঙ্গলবার এল আনুষ্ঠানিক ঘোষণা।

গত ৮ অগাস্ট প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সাকিবকে টপকে শীর্ষে উঠেছিলেন জাদেজা। তার রেটিং পয়েন্ট ছিল ৪৩৮। সাকিব দুয়ে ছিলেন ৪৩১ পয়েন্টে। সাকিবের পয়েন্ট একই আছে। জাদেজার কমে হয়েছে ৪৩০।

অলরাউন্ডারদের তিন-চার-পাঁচে আগের মতোই আছেন যথাক্রমে রবিচন্দ্রন অশ্বিন, মইন আলি ও বেন স্টোকস।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। পাল্লেকেলে টেস্টে ৮৫ রান করে রাহুল ঢুকেছেন সেরা দশে। দুই ধাপ এগিয়ে তিনি উঠেছেন নয় নম্বরে।

একই টেস্টে ১১৯ রানের ইনিংসে ধাওয়ান এগিয়েছেন ১০ ধাপ, আছেন ২৮ নম্বরে। ৪ ধাপ পিছিয়ে অজিঙ্কা রাহানে নেমেছেন দশে।

বোলারদের সেরা দশে নেই কোনো পরিবর্তন। পাল্লেকেলেতে না খেলেও শীর্ষে আছেন জাদেজা।

দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই পয়েন্ট বেড়ে ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সংহত করেছে ভারত। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১১০।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


nineteen + 14 =